মনে হচ্ছে সাগরে তলিয়ে যাবে পুরী, বলছে স্থানীয়রা


নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ পুরীতে ধ্বংসলীলা শুরু করে দিয়েছে ফণী। মহাসাইক্লোনের তাণ্ডবে কাঁপছে মানুষ। তীব্র জলচ্ছাস। তালগাছ সমান ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। বিদ্যুৎহীন পুরো শহর৷ দিনের বেলায় রাতের অন্ধকার। হোটেলের বিরাট বিরাট কাঁচের জানালাগুলো ভেঙে পড়ছে৷ উড়ে পড়ছে একের পর এক হোডিং। হুরমুড়িয়ে ভেঙে পড়ছে একের পড় এক গাছ। সকালেই গার্ড ওয়াল ভেঙে গিয়েছে৷   
আগেই উড়ে গিয়েছিল পুরী মন্দিরের ধ্বজা। অশুভ সংকেত দেখছিলেন সেবাইতরা। সেই আশঙ্কায় সত্যি হল। ১৭৫-১৮০ কিলোমিটার গতি নিয়ে পুরীর উপর দিয়ে বয়ে চলেছে ঝড়৷ প্রবল বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে শহরের জনজীবন৷ তবে আগে থেকে নিরাপদ দূরত্বে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে৷ তবুও আশঙ্কা থাকছে প্রবল ক্ষয় ক্ষতির৷

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন