২৩ মে ভোটের ফল নাও ঘোষিত হতে পারে

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ এবারের লোকসভা ভোটের চূড়ান্ত ফলাফল ২৩ মে নাও জানা যেতে পারে। ফলাফল জানতে অপেক্ষা করতে হতে পারে আরও কিছুটা সময়। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে।
কমিশন সূত্রের খবর, এবার মোট ২০,৬২৫টি বুথের ভিভিপ্যাট গুনতে হবে। আগে লোকসভা ভোটে প্রতি বিধানসভাএকটি করে পোলিং বুথে ভিভিপ্যাট গোনা হতএবার তা পাচঁটি করে গুনতে হবে।সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে, কন্ট্রোল ইউনিটের জমা হওয়া ভোটের সঙ্গে ভিভিপ্যাট স্লিপের সংখ্যা মিলিয়ে দেখতে হবে। কোনওভাবে যদি দুটি সংখ্যার মধ্যে ফারাক হলে ফের নতুন করে গুনতে হবে। প্রার্থী অনুযায়ী প্রতিটি রাউন্ড গোনা হলে রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষককে সই করবেন। আর সেই কারণে নির্বাচনের ফল প্রকাশে অনেক বেশি সময় লাগবে বলেই মনে করা হচ্ছে
২০১৯-এর লোকসভা নির্বাচনে দেশের প্রতিটি বুথে ভিভিপ্যাটযুক্ত ইভিএমে ভোট হচ্ছে। যা এর আগে কোনওদিন হয়নি। এবার গোটা দেশে ১০ লক্ষ ৩৫ হাজার ভোটকেন্দ্র বা পোলিং বুথ রয়েছে। কন্ট্রোল ইউনিটের সংখ্যা ১৬ লক্ষ ৩৫ হাজার। ভিভিপ্যাট মেশিনের সংখ্যা ১৭.৪ লক্ষ।  

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন