জেনে নিন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য




নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ  চান্দ্র বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি হল অক্ষয় তৃতীয়া। অত্যন্ত শুভ ও পবিত্র দিন হিসাবে হিন্দু ও জৈনরা এই তিথিকে মান্যতা দিয়ে থাকেন। জেনে নিন এদিনের তাৎপর্যপূর্ণ ঘটনা –
  • এই দিনেই দেবাদিদেব পুত্র গণেশ বেদব্যাসের মুখনিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন।
  • পুরাণ অনুযায়ী এই অক্ষয় তৃতীয়াতে, রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন।
  • ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার হলেন পরশুরাম। এই দিনটিই পরশুরামের জন্মতিথি হিসাবে সুখ্যাত।
  • কৌরব রাজসভায় রথী-মহারথীদের সামনে দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। কিন্তু শ্রীকৃষ্ণের করুণায় সে চেষ্টা সফল হয়নি। পাঞ্চালীর লজ্জা নিবারণ করেছিলেন বাসুদেব। দিনটি ছিল অক্ষয় তৃতীয়া।
  • এই মাহেন্দ্র তিথিতে মহাদেবকে তপস্যায় তুষ্ট করে কুবের তাঁর কাছ থেকে অতুল ঐশ্বর্য লাভ করেন।
  • এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে।
  • এই দিনেই চারযুগের প্রথম যুগ সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়।
  • উত্তরাখণ্ডে কেদার বদরী যমুনোত্রী ও গঙ্গোত্রীতে প্রতি বছর ছ’মাস মন্দির বন্ধ থাকার পর দ্বার উন্মোচিত হয় এই তিথিতে।
  • শুভ এই দিনে ভক্তরাজ সুদামা শ্রী কৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তাঁর থেকে সামান্য চালভাজা নিয়ে শ্রী কৃষ্ণ তাঁর সকল দুঃখ মোচন করেন।
  • এই পুণ্য তিথিতে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে রথ নির্মাণ শুরু হয়।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন