অক্ষয় তৃতীয়ায় এগুলি মানলে আপনার ভাগ্য ফিরবেই


নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনটিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই দিনটি সাফল্য ও সৌভাগ্যের প্রতীক। এই তিথিতে কোনও শুভ কাজ সম্পন্ন করলে তার ফল অক্ষয় হয়ে থাকে। তাই এই তিথি অক্ষয় তৃতীয়া নামে খ্যাত। এই প্রবিত্র তিথিতে আপনার কিছু শুভকর্ম বদলে দিতে পারে আপনার ভাগ্য। দুর্ভোগ দূর হবে, প্রসন্ন হবেন  দেবী লক্ষ্মী। কিছু বাস্তু টিপস যা সৌভাগ্য-সম্পত্তি বৃদ্ধিতে সাহায্য করবে-

  • অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাঁকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এছাড়া এই মাহেন্দ্র তিথিতে কুবের দেবী লক্ষ্মীর আরাধনা করে লাভ করেছিলেন ধন-সম্পদ। তাই এই দিনে বিষ্ণুর সঙ্গে বৈভব লক্ষ্মীর পুজো করলে ধনে-জনে লক্ষ্মীলাভ হয়।
  • বাস্তুশাস্ত্র বলছে, অক্ষয় তৃতীয়ার দিন দরজার দুটি দিকেই স্বস্তিক চিহ্ন এঁকে দিন। এতে গৃহস্থের আয় বাড়বে ।
  • লোকপরম্পরাগত কথা, অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা থেকে জোয়ারের জল পুণ্যঘটে এনে ঘরে বা ব্যবসায় ক্ষেত্রে ছেটানো মঙ্গলজনক।
  • বাস্তুশাস্ত্র মতে, ঘরে সুখ সমৃদ্ধির আহ্বান করতে বিশেষ পূজা পাঠ করতে পারেন। সেই পূজা অর্চনার সময় গণেশের দুটি একই ধরনের ছবি বাড়িতে রাখলে তা মঙ্গলদায়ক। এছাড়াও বাড়ির মূল দরজার উপর গণেশের ছবি লাগিয়ে দিন। এতে সুখ শান্তি বাড়বে।
  • এই দিন নিরন্নকে অন্নজল ও বস্ত্র দান করলে দুর্ভাগ্য দূর হয়।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন