চললেন বদ্রীনাথে, কিন্তু ধ্যানভঙ্গের পর দেশবাসীকে জোড়হাতে কী বললেন মোদী



নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ  বারাণসীতের যখন চলছে তাঁর ভাগ্য পরীক্ষা, তিনি তখন বদ্রীনাথের পথে। পাহাড়ের নির্জনতায় সব উত্তাপ থেকে দূরে। কিন্তু সারারাত ধ্যানের পর তাঁকে দেখতে উৎসুক জনতা এবং সংবাদমাধ্যমর কাছে হাত জোড় করেন মোদী।  

কথা মতো সকালে ধ্যান ভাঙেন৷ গুহা থেকে বেরিয়ে গেরুয়া বসন ছেড়ে রওনা দেন বদ্রীনাথ মন্দিরে ভগবানের সান্নিধ্যে। সকালে ধ্যান ভাঙার পর তিনি কেদারনাথ মন্দিরে আসেন। মন্দিরের বাইরে তখন জনজোয়ার। ভিড় সামলাতে বাঁশের ব্যারিকেড দিয়েও হিমশিম কাচ্ছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুহাত তুলে ভক্তদের হাত নাড়েন। কাছে  গিয়ে হাত মেলান। 



সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রধানমন্ত্রী তাঁর আধ্যাত্মিক চিন্তার কথা জানান। মোদী বলেন, আমার সৌভাগ্য আমি বহু বছর ধরে বহু আধ্যাত্মিক চেতনাভূমিতে যাওয়ার সুযোগ পেয়ে এসেছি। এখানে এলে আমার মনের শান্তি মেলে। কেদারনাথ উপত্যকার পরিবেশ ও পর্যটনের উন্নয়নের কাজ চলছে পুরো দমে। পরে জোড় হাতে দেশবাসীকে বলেন, ঘুরে দেখুন আমাদের ভারতভূমি। বিদেশে ঘুরতে যান আপত্তি নেই। কিন্তু প্রথমে দেশের সৌন্দর্য উপভোগ করুন।  

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন