ফণীর পর এবার অন্য আতঙ্ক, পুড়বে বাংলা


নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ফণী আতঙ্কের অবসান। এবার অন্য আতঙ্কের শুরু। হাওয়া অফিস বলছে, সোমবার থেকেই তাপপ্রবাহে নাকাল হবে বাংলা। তাই তার আগে আর কয়েক ঘণ্টা উপভোগ করে নিন মেঘলা আবহাওয়া।
ফণী ফণা নামিয়ে বিদায় নিয়েছে বাংলা থেকে। বাংলায় ছোবল না দিলেও ফোঁস অবশ্য করেছে। যার জেরে কয়েকটি জায়গায় দাপিয়েছে ঝোড়ো হাওয়া। উত্তাল হয়েছে সমুদ্র। কয়েকটি গাছ ভেঙ্গেছে, কয়েকটি ঝুপড়ি উল্টেছে। ব্যাস ওই পর্যন্তই। এখন কয়েক জায়গার আকাশ মেঘলা। বইছে হালকা শীতল হাওয়া। যার জেরে রোদের দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। তবে এই নরম আবহাওয়া আর বেশিক্ষণের  জন্য নয়। হাওয়া অফিস সূত্রের খবর, আগামিকাল থেকেই বাড়বে তাপমাত্রার পারদ ৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার তাপমাত্রার পারদ  ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছবে৷ আগামী সপ্তাহে ৩৯ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছোঁবে বলে আশঙ্কা রয়েছে ৷

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন