হাতের লেখায় জাতীয় পুরস্কার পেল হাতবিহীন সারা

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আজন্ম তার হাত নেই। কব্জির কাছে এসে শেষ হয়ে গিয়েছে হাতের অংশ। অথচ তার সুন্দর হাতের লেখা, আঁকা ছবিতে মুগ্ধ সবাই। আর সুন্দর হাতের লেখাই তাকে জাতীয় পুরস্কার এনে দিল।
তৃতীয় শ্রেণীর ছাত্রী সারা হিনেসলি। আমেরিকার মেরিল্যান্ডের ফ্রেডরিকের বাসিন্দা। সেন্ট জোন্স রিজিওনাল ক্যাথলিক স্কুলের ছাত্রী সারার জন্ম থেকেই দুটি হাত নেই। পা, মুখ আর কবজি পর্যন্ত হাতের অংশ দুটি দিয়েই ১০ বছরের শিশুটি অসম্ভবকে সম্ভব করে তুলেছে। সে ছবি আঁকে। ছবির মতোই ফুটিয়ে তোলে অক্ষর। মোবাইল ঘাঁটে, গেম খেলে। প্রতিবন্ধকতাকে জয় করে হেলায়। আর তার কার্সিভ রাইটিং এর জন্য জিতে নিয়েছে 'নিকোলাস ম্যাক্সিম অ্যাওয়ার্ড ২০১৯'। প্রতিবছর দুজন স্পেশাল চাইল্ডকে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার মূল্য ৫০০ ডলার।
সারার স্কুলের প্রিন্সিপাল ক্যাথি স্মিথ জানিয়েছেন, ১৩ জুন সারাকে হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে। ৬ বছর পর্যন্ত সারা বড় হয়েছে চিনে। তারপর আমেরিকায় আসে। আগে মান্দারিন ভাষা লিখতে ও পড়তে জানতো। আমেরিকায় আসার পরই ইংরেজি ভাষা শিখতে শুরু করে। কোন কিছুতেই হেরে যায় না সারা।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন