গরমে নাজেহাল, স্বস্তি দেবে ডাবের জল




নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ প্রবল দাবদাহে নাজেহাল সকলে। রোদের উত্তাপ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে নানা শারীরিক সমস্যা।  বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, গরমে স্বস্তি পেতে নিয়মিত ডাবের জল খান, আর তফাৎ দেখুন

  • ১। এই সময় শরীরে জলের ঘাটতি দেখা দেয়। ফলে ডিহাইড্রেশনের মতো সমস্যা দেখা দেয়। ডাবের জলে রয়েছে প্রচুর পুষ্টিগুণ যা শরীরে জলের ঘাটতি পূরণ করে।

  • ২। রক্তচাপ কমায় ডাবের জল। এতে রয়েছে উচ্চমাত্রায় ভিটামিন সি, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম যা রক্তচাপ কমাতে সাহায্য করে। এছাড়াও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

  • ৩। ডাবের জলে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তাই নিয়মিত ডাবের জল খেলে হজম শক্তি বাড়ে। অ্যাসিডিটির হাত থেকে রক্ষা পাওয়া যায়।

  • ৪। নিয়মিত ডাবের জল  খেলে কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রেহাই মেলে। এছাড়া ডাবের জলে ডাই-ইউরেটিক উপাদান রয়েছে যা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য দায়ী ব্যাকটেরিয়াকে নষ্ট করে। 

  • ৫। যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন তাঁদের জন্যও ডাবের জল খুব উপকারী। শরীরে রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলে।

  • ৬। ডাবের জল খেলে মুখের ত্বক আর্দ্র হয়। অনেক তরতাজা দেখায়। এছাড়া অ্যাকনের সমস্যা থাকলে ডাবের জলে তুলো ভিজিয়ে তা ত্বকের উপর লাগান। উপকার পেবেন।


0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন