হাইকোর্টের নির্দেশে নিষিদ্ধ টিকটক

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ চীনা মোবাইল অ্যাপ টিকটক-কে নিষিদ্ধ করতে কেন্দ্রকে নির্দেশ দিলো হাইকোর্ট। বুধবার মাদ্রাজ হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে এখানে যেসব ভিডিও আপলোড করা হয় তা সমাজের জন্য একেবারে অনুপযুক্ত। এখানে পর্নোগ্রাফির মতো কনটেন্ট রয়েছে, যেগুলি নাগাল কম বয়সীরা সহজেই পেয়ে যাচ্ছে। বিশেষ করে স্কুল পড়ুয়ারা যেভাবে অপরিচিতদের সামনে নিজেদের এক্সপোজ করছে তার প্রভাব পড়ছে মারাত্মক।
মাদুরাইয়ের এক আইনজীবী তথা সমাজকর্মী মুথু কুমার টিকটককে নিষিদ্ধ করার জন্য মাদ্রাজ হাইকোর্টে পিটিশন দাখিল করেন। তিনি জানান কম বয়সীরা এই অ্যাপের আসক্তির কারণে ভয়ংকর পরিণতির দিকে এগিয়ে চলেছে। শুনানি শেষে মাদ্রাজ হাইকোর্টের বিচারক এন কিরুভাকরন ও এসএস সুন্দর বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার কথা উল্লেখ করে এই অ্যাপটি নিষিদ্ধ করার নির্দেশ দেন। সেইসঙ্গে টিকটক-এর কোন ভিডিও যাতে মিডিয়ায় সম্প্রচারিত না হয় তারও নির্দেশ দেওয়া হয়েছে।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন