জানেন আস্ত গ্রাম বিক্রির পরিকল্পনা চলছে

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বিশাল এলাকাজুড়ে থাকা বাংলো, কিংবা সমুদ্রের বুকে জেগে ওঠা বিচ্ছিন্ন কোন দ্বীপ বিক্রির কথা শোনা গিয়েছে। তা বলে স্বাধীন দেশের আস্ত একটা গ্রাম। হ্যাঁ অবিশ্বাস্য মনে হলেও এমনটাই সত্যি। পাহাড়ের কোলে চারিদিক সবুজে ঘেরা সুন্দর পরিবেশে গ্রাম বিক্রির পরিকল্পনা চলছে। একটা নয় বেশ কয়েকটি। 
ব্যাপারটি খোলশা করা যাক। স্পেনে বেশ কয়েকটি গ্রাম নিলামে উঠেছে। এই গ্রামগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কয়েক বছর যাবৎ। স্পেনে এমনিতেই জনসংখ্যা কম। দেশটির উত্তরাঞ্চলে এমন অনেক গ্রাম রয়েছে যেখানে একজনও বাসিন্দা নেই। মনে করা হচ্ছে এই গ্রামগুলিতে এক সময় যাঁরা বাস করতেন তাঁরা চাকরি নিয়ে শহরে চলে গিয়েছে। স্পেনে নিয়ম অনুযায়ী, সম্পত্তির মালিকেই রক্ষণাবেক্ষণ করতে হয়। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে গ্রামগুলি পরিত্যক্ত হয়ে উঠেছে। এই অবস্থায় উত্তরাধিকারীরা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঝেড়ে ফেলতে গ্রামগুলি নিলামে তুলেছেন। একাধিক বিদেশি সংস্থা অবশ্য গ্রামগুলো কেনার জন্য আগ্রহ দেখিয়েছে। তারা গ্রামগুলিতে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চাইছে।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন