রাশিয়ার ঐতিহ্যবাহী সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ রাশিয়ার সর্বোচ্চ অসামরিক ও ঐতিহ্যবাহী সম্মান 'অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসেল' পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি এই সম্মান পান।
১৬৯৮ সালে সেন্ট অ্যান্ড্রুর সম্মানে রাশিয়ায় এই স্বীকৃতি চালু হয়। রাশিয়ার ঐতিহ্য ও গৌরবকে তুলে ধরতে বিজ্ঞান, সংস্কৃতি সহ নানা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। এবার সেই সম্মান পেলেন মোদী। রাশিয়ার দূতাবাস থেকে টুইট করে জানানো হয়েছে, ভারত ও রাশিয়ার নাগরিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্যও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। তাই ১২ এপ্রিল তাঁকে এই সম্মান দেওয়া হয়। 
চলতি মাসেই আরও একটি আন্তর্জাতিক সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী। সংযুক্ত আরব আমিরশাহি ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে আমিরশাহির সর্বোচ্চ সম্মান 'জায়েদ মেডেল' দেওয়া হয়

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন