বেবিকে জনসন পাউডার, শ্যাম্পু মাখান? সর্বনাশ!

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: মারাত্মক অভিযোগ মার্কিন সংস্থা 'জনসন এন্ড জনসন'-র বিরুদ্ধে। তাদের তৈরি বেবি শ্যাম্পু মাখালে বাচ্চার ক্যান্সার হতে পারে। এমনই জানাচ্ছে রাজস্থানের ড্রাগ কন্ট্রোল বিভাগ।
শিশু পণ্য উৎপাদনকারী এই সংস্থাকে একাধিকবার পণ্যের গুণগত মান নিয়ে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। কিছুদিন আগে বেবি পাউডারে ক্ষতিকারক উপাদান মিলেছিল। এবার বেবি শ্যাম্পুতে মিলল মারাত্মক ক্ষতিকারক পদার্থ ফর্মালডিহাইড। যা ক্যান্সারের আশঙ্কা বাড়িয়ে দেয়।
সূত্রের খবর গত ৫ মার্চ রাজস্থানের ড্রাগ কন্ট্রোল বিভাগ এই সংস্থার দুটি পৃথক ব্যাচের বেবি শ্যাম্পুর নমুনা সংগ্রহ করেছিলো। আর তাতেই মিলেছে ক্ষতিকারক ফর্মালডিহাইড। যদিও সংস্থার মুখপাত্র জানিয়েছেন আগে অন্য সংরক্ষণের জন্য ফর্মালডিহাইড ব্যবহার করা হতো। কিন্তু এখন আর ব্যবহার করা হয় না। তবে তিনি যাই বলুন, রাজস্থানের ড্রাগ কন্ট্রোল বিভাগের রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে। তাই আপনার আদরের সন্তানের স্বাস্থ্য নিয়ে সচেতন হন।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন