ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিল অ্যামাজন

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বিক্রিবাটা একেবারেই কমে এসেছিল। অন্যান্য সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছিল না তারা। ঠিক সেই কারণে চিন থেকে ব্যবসা গুটিয়ে নেওয়া সিদ্ধান্ত নিলে আমাজন। ১৮ জুলাই থেকে চিনে ই-কমার্স মার্কেট প্লেসের ব্যবসা বন্ধ করে দিচ্ছে সংস্থাটি।
ভারতে রমরমিয়ে চলছে এই ই-কমার্স সাইটের ব্যবসা। কিন্তু মুখ থুবড়ে পড়েছে চিনে। সূত্রের খবর, সেই দেশে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে স্থানীয় ই-কমার্স সাইটগুলি। যে কারণে আলিবাবার মতো সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিল অ্যামাজন। সেই কারণেই চিনে দীর্ঘ ১৫ বছরের ব্যবসার ইতি টানতে চলেছে এই মার্কিন সংস্থাটি।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন