এখনো বেঁচে আছেন হিটলার, বয়স ১২৮ বছর

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ হিটলার আত্মহত্যা করেননি। পালিয়ে ছিলেন আর্জেন্টিনায়। আত্মগোপন করেছিলেন হারমান গুটেনবার্গ নামে। শুনলে চমকে উঠবেন এখনো বেঁচে রয়েছেন তিনি। বহাল তবিয়তেই। বয়স ১২৮ বছর। নিজেকে হিটলার বলে এমনই দাবি করছেন এক বৃদ্ধ।
আর্জেন্টিনার সালতার বাসিন্দা ওই বৃদ্ধের দাবি তিনি এডলফ হিটলার। স্থানীয় এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, ১৯৪৫ সালে বিপর্যয়ের পর তিনি আর্জেন্টিনাতে চলে আসেন। জার্মান গুপ্তচরেরা তাঁকে হারমান গুটেনবার্গ নামে পাসপোর্ট বানিয়ে দেন।
যদিও ইতিহাস বলছে ১৯৪৫ সালে নাৎসি বাহিনীর পরাজয়ের পর ৩০ এপ্রিল আত্মহত্যা করেনি হিটলার। এই নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে। ২০১৬ সালে এবেল বাস্তি তাঁর হিটলার ইন এক্সাইল বইয়ে দাবি করেছেন, হিটলার আত্মহত্যা করেননি। নাৎসি বাহিনীর পরাজয়ের পর তিনি আর্জেন্টিনায় গা ঢাকা দেন। এফবিআইয়ের প্রকাশিত একটি রিপোর্টেও একই কথা দাবি করা হয়েছে। তাহলে কি সত্যিই বেঁচে আছেন হিটলার? এই নিয়েই এখন সরগরম দক্ষিণ আমেরিকা। 



0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন