দোলে মাতাল হওয়ার দশ গান



নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ দোল এসেছে। কৃষ্ণচূড়ার পাতার ফাঁকে লুকোচুরি খেলছে পূর্ণিমার চাঁদ। আর হাইওয়ের ডিভাইডারে লুটোপুটি খাচ্ছে রঙিন জ্যোৎস্না। আর ফাগুনি পূর্ণিমা রাতে নাছোড়বান্দা মজেছে সুরের নেশায়। এগানে রইল দোলে মাতাল হওয়ার দশ গান। পুরনো তবু আজও পাগল হতে হয়।

(1) রং দারুঙ্গি 
(2) রং বরসে - সিলসিলা


(3) হোরি খেলে রঘুবীরা- বাগবান

(4) হোলি কে দিন দিল খিল যাতে হ্যায় - শোলে

(5) বলম পিচকারি - ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি


(6) ডু মি এ ফেভার লেটস প্লে হোলি - ওয়াক্ত



(7) অঙ্গ সে অঙ্গ লাগানা - ডর


(8) আজ না ছোড়েঙ্গে - কটি পতঙ্গ


(9) খেলব হোলি রং দেব না-একান্ত আপন 



(10) খেলব হোলি তমার সাথে-ক্রিমিনাল  





0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন