জেল্লা বাড়াবে চিনি

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: চিনিতে কারও লোভ, কারও বা ভয়। চিকিৎসকরা বলেন এটা শরীরের জন্য উপকারী মোটেও নয়। তবে ডায়াবেটিস থাকুক বা না থাকুক চিনি ত্বকের জন্য মোটেও মন্দ নয়। চিনি ফেরাতে পারে আপনার হারানো রূপ। বাড়াতে পারে জেল্লা।

  • চিনি স্ক্রাব হিসেবে দারুণ কাজ করে। পদ্ধতিটিও খুব সহজ। দু চামচ অলিভ অয়েলের সঙ্গে সমপরিমাণ চিনি ১ চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি ভালো করে ত্বকে লাগিয়ে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর মৃদু গরম জল দিয়ে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের মরা চামড়া উঠে গিয়ে উজ্জলতা ফিরবে। 
  • ত্বকে যদি ট্যান পড়ে গিয়ে থাকে তাহলে এক চামচ গরম নারকেল তেলের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে স্ক্রাব করুন। ১৫ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
  • স্ট্রেচ-মার্ক কমাতেও চিনির জুড়ি মেলা ভার। সম পরিমাণে চিনি, কফি, আমন্ড তেল ও মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি ত্বকে ভালো করে ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত করলে সব দাগ ছোপ দূর হবে। বাড়বে জেল্লা।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন