ফ্রিজের বিদ্যুৎ বিল কমান সহজেই

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: গরম বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে বিদ্যুতের বিলও। বাড়তি টাকা মেটাতে নাজেহাল মধ্যবিত্ত। এখানে রইলো কিছু কৌশল যা দিয়ে আপনি ফ্রিজ ব্যবহার করেও বিদ্যুৎ বিলে কিছুটা সাশ্রয় করতে পারবেন। 
  • প্রথমত: ফ্রিজ অন থাকলে কখনোই খালি রাখবেন না। কারণ ফাঁকা জায়গা থাকলে তাপমাত্রা ধরে রাখার ক্ষমতা কমে যাবে। তাই যতটা সম্ভব ভর্তি রাখুন। 
  • দ্বিতীয়তঃ ফ্রিজে পর্যাপ্ত খাবার ও শাকসবজি না থাকলে কিছু ধাতব পাত্র রাখুন। যেমন কাঁসা বা পিতলের বাটি, গ্লাস। প্রয়োজন হলে পাত্রে জল ভরে রাখতে পারেন এতে লোডশেডিং হলেও ফ্রিজ বেশ কিছুক্ষণ ঠান্ডা থাকবে।
  • তৃতীয়ত: গরমের সময় ঝড়-বৃষ্টি সহ নানান কারণে পাওয়ার কাট-এর সমস্যা লেগেই থাকে। এসময় ফ্রিজের তাপমাত্রা ঠিক রাখার জন্য  বেশি করে জলের বোতল রাখুন এবং সেই জলের মধ্যে লবণ মিশিয়ে রাখুন। এতে করে বিদ্যুৎ না থাকলেও ফ্রিজ অনেকক্ষণ ঠান্ডা থাকবে। 
  • চতুর্থত: দ্রুত পচনশীল অর্থাৎ মাছ মাংস জাতীয় খাবার ফ্রিজে না থাকলে রেগুলেটর কমিয়ে রাখুন। এতে বিদ্যুৎ বিল কমবে।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন