নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: আজ সারাদিন উপবাস। তারপর রাতে শিবের মাথায় জল ঢেলে শিবরাত্রি পালন করবেন আপনি। কিন্তু আপনি হয়তো জানেন না, বছরের প্রতি মাসেই আসে শিবরাত্রি। প্রতি কৃষ্ণপক্ষের ১৪তম রাত হল শিবরাত্রি। আর মাঘ মাসের কৃষ্ণ পক্ষের এই ১৪তম রাতে পালন করা হয় মহাশিবরাত্রি।
পুরান মতে, বছরের সবথেকে অন্ধকারময় এই রাত হল মহাদেবের সবথেকে পছন্দের রাত। হিন্দু পুরাণ অনুসারে, এই রাতেই শিব সৃষ্টি, স্থিতি, ও প্রলয়ের মহা তান্ডব নৃত্য করেছিলেন। আবার অনেকে বলেন, এই রাতেই পার্বতীকে বিয়ে করেছিলেন মহেশ্বর। যার অর্থ হলো এই নিশিতে মিলন হয়েছিল শিব ও শক্তির। অর্থাৎ পুরুষ ও আদিশক্তি বা পরাপ্রকৃতির মিলন। এই শিবচতুর্দশী রাতেই মহেশ্বর তার প্রতীক শিবলিঙ্গে প্রকাশিত হয়ে জীবের পাপ নাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন।