ব্রণের দাগ দূর করার ২ পদ্ধতি

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: বয়সন্ধিতে ব্রণের সমস্যায় জেরবার হতে হয় প্রায় সকলকেই। বয়স বাড়লেও অনেকের এই সমস্যা থেকে রেহাই মেলে না। যার ফল মুখে কালো কালো দাগ, গর্ত। এখানে রইলো ঘরোয়া ২ পদ্ধতি যা দিয়ে আপনি সহজেই এই দাগ দূর করতে পারবেন।
তবে তার আগে বলে রাখা ভালো আগে ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে হবে। নাহলে এই দাগ বাড়তেই থাকবে। 

  • পদ্ধতি ১: একটি কাঁচের পাত্রে এক চামচ মুলতানি মাটি, এক চামচ টমেটো পেস্ট, এক চামচ চন্দন গুঁড়ো ও এক চামচ অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করুন। কোন নিম জাতীয় ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এরপর ভালো করে প্যাকটি লাগিয়ে নিন এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে মুখের টান ধরলে হালকা গরম জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। 
  • পদ্ধতি ২: ভিটামিন ই ক্যাপসুল অ্যালোভেরা জেল এবং পাতিলেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন। রাতে ঘুমাবার আগে কোনো নিম জাতীয় ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। হিমালয়ার নিম ফেসওয়াশ ব্যবহার করতে পারেন, এটি ব্রণ কমাতে দারুন কাজ করে। মুখ ধোয়ার পর প্যাক লাগিয়ে শুয়ে পড়ুন। পরদিন সকালে ঠান্ডা জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন