নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: মাঝে শুধু একটা মাস। তারপরই বিয়ের ভরা মরশুম। তেমনি বিবাহ উদযাপনের দিন -বিবাহ বার্ষিকী। প্রত্যেকেই চান বিশেষ এই দিনে ভালবাসার মানুষকে বিশেষ কিছু উপহার দিতে। কিন্তু মধ্যবিত্ত জীবনের দুই বড় সমস্যা- টাকা আর সময়। তাই ইচ্ছে থাকলেও ইচ্ছে পূরণ হয় না। এখানে রইল আপনার প্রিয়তম বা প্রিয়তমাকে চমকে দেওয়ার চমৎকার ৫ আইডিয়া।
(1) এই বিশেষ দিনটির কথা আপনি বেমালুম ভুলে যাওয়ার ভান করুন। সঙ্গী বা সঙ্গিনীর দেওয়া ছোটখাট আকার-ইঙ্গিত গ্রাহ্য করবেন না। এতে দেখবেন উনি রেগে লাল। উত্তাপ যখন চরমে পৌঁছাবে তখনই তাঁর সামনে একগুচ্ছ গোলাপ নিয়ে এসআরকে স্টাইলে হাঁটু মুড়ে বসে বলুন সেই 'থ্রী ম্যাজিক্যাল ওয়ার্ড।' এরপর হাতে ধরিয়ে দিন পছন্দের কোন উপহার। সব উত্তাপ গলে জল।
(2) অফিসে আগে থেকে একটি সিএল নিয়ে রাখুন। অথচ স্ত্রীকে বলুন ঐদিন জরুরী মিটিং আছে, কোন ভাবেই আপনি ছুটি পাবেন না। এরপর অফিসের নাম করে বেরিয়ে একগুচ্ছ গোলাপ ও চকলেট কিনে আপনি পৌঁছে যান স্ত্রীর পছন্দের কোন জায়গায়। নিকট কোন বন্ধু বা আত্মীয়কে দিয়ে তাঁর বিশেষ দরকার দেখিয়ে স্ত্রীকে ডেকে পাঠান ওই জায়গায়। স্ত্রী ওখানে পৌঁছাতেই আপনি পেছন থেকে গিয়ে তাকে জড়িয়ে ধরুন। হাতে গুজে দিন চকলেট আর গোলাপের তোড়া। তারপর দুজনে সারাদিন একসঙ্গে ঘুরুন, সিনেমা দেখুন, রাতে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরুন।
(3) প্রত্যেকের কাছেই দুজনে একসঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি আছে। তার থেকে এমন কিছু ছবি বেছে নিন যেগুলো আগে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়নি। তারপর সেগুলি পোস্ট কার্ড সাইজে প্রিন্ট করিয়ে ফেলুন। আপনার সঙ্গী বা সঙ্গিনী ঘুম থেকে উঠার আগেই বাড়ির বিভিন্ন জায়গায় রিবনের সাহায্যে ক্লিপ দিয়ে সেই ছবিগুলি সাজিয়ে ফেলুন। একই ভাবে আপনার বেডরুম ফুল ও বেলুন দিয়ে সাজিয়ে ভালোবাসার মানুষকে চমকে দিতে পারেন।
(4) আগে থেকে অর্ডার দিয়ে বানিয়ে ফেলুন কাস্টম কাপেল টি শার্ট। আপনাদের পছন্দের কোনো লেখা, দুজনের নাম, কোন ড্রয়িং করাতে পারেন। টি-শার্টে আপনাদের দুজনের পোট্রেটও করাতে পারেন। তারপর সেগুলি দুজনে একসঙ্গে পরে উদযাপন করুন বিশেষ দিন। (টি শার্ট এর জন্য যোগাযোগ করতে পারেন Creativia FFE -র সঙ্গে)।
(5) আপনারা দুজনেই যদি উদারমনস্ক হন তাহলে কাছাকাছি কোন অর্ফানডেজে চলে যান। সেখানে বাচ্চাদের চকলেট, বিস্কুট, কেক, চিপস বা ছোটখাটো কোনো উপহার বিলিয়ে দিন। দেখবেন ওদের মুখের অনাবিল হাসিতে ভরে উঠবে আপনাদের জীবন।