নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: কাজের চাপ মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয়। মলিন হয়ে আসে ভালোলাগা, ভালোবাসা, কাছে পাওয়ার মুহূর্তগুলো। সঙ্গীকে সময় দিতে না পারাটাও অভ্যাস হয়ে দাঁড়ায়। নিজের অজান্তেই সম্পর্কে কখন মরচে চলে আসে বুঝতে পারি না। এক ছাদের নিচে থেকেও রেল লাইনের সমান্তরাল রেখার মতো বয়ে চলে দুজনের জীবনধারা। অথচ দুজন দুজনকে আলাদা করে সময় দেওয়ার মতো সময়ও হাতে থাকে না। আবার বাইরে ঘুরতে যাওয়ার মতো ফুরসৎ বা টাকা মধ্যবিত্তের জীবনে সব সময় থাকে না। কিন্তু দৈনন্দিন জীবনে সাধারণ কয়েকটি কাজের মাধ্যমেই নজর কাড়তে পারেন আপনার ভালবাসার মানুষের। ফিরিয়ে আনতে পারেন সম্পর্কের উষ্ণতা।
(1) আপনি যদি লিখতে পারেন তো কেল্লাফতে। না পারলেও নো টেনশন। কোন কবিতার বই ঘেঁটে বা নেট থেকে ভালোবাসার দুটো লাইন একটা কাগজের টুকরোয় লিখে ফেলুন। আর সেটি লুকিয়ে রাখুন আপনার ভালবাসার মানুষের ওয়ালেটে। দেখুন ম্যাজিক।
(2) আপনি বাড়িতে থাকলে তো কথাই নেই, না হলে একদিন একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন। আর আপনার সঙ্গী বা সঙ্গিনী বাড়ি ফেরার আগেই তাঁর পছন্দের কোন খাবার বানিয়ে ফেলুন। আর আপনার সঙ্গিনী বাড়িতে থাকলে অফিস থেকে ফেরার পথে নিয়ে আসুন তাঁর পছন্দের কোন খাবার।
(3) ছুটির দিনে কোন এক অবসরে দুকাপ কফি বানিয়ে টিভিতে বা কম্পিউটারে চালিয়ে দিন বিয়ের ভিডিও। পাশাপাশি দুজনে হাতে হাত রেখে কেটে যাক কিছুটা সময়। পছন্দের কোনো রোমান্টিক সিনেমাও দেখতে পারেন।
(4) এক সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি মোবাইলেই এডিট করে ফেলুন। সেটা পুরনো হলে আরো জমে যাবে। তারপর ছবিগুলির সঙ্গে একটা করে সুন্দর ক্যাপশন লিখে পাঠিয়ে দিন আপনার প্রিয় বার প্রিয়ার হোয়াটসঅ্যাপে।
(5) ভালোবাসার মানুষের কাছ থেকে উপহার পেতে কে না পছন্দ করে। আর উপহার যত ছোটই হোক না কেন সেটা কিন্তু অনেক দামি। তাই অফিস থেকে মাঝে মাঝে বাড়ি ফেরার পথে সঙ্গী বা সঙ্গিনীর জন্য নিয়ে আসুন একটা গোলাপ আর একটা চকলেট। গোলাপের মতো রঙিন হয়ে উঠবে আপনাদের সম্পর্ক।