নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সঠিক রত্ন ধারণে বদলে যেতে পারে আপনার ভাগ্য। এমনটাই বলেন জ্যোতিষীরা। তবে যে কোনও রত্নই নিয়ম মেনে শোধন করে তবেই ধারণ করা উচিত। কোন রত্ন কীভাবে শোধন করবেন জেনে নিন-
মুক্তোর আয়ুবের্দিক শোধন পদ্ধতি :-
একটি কাঁচের পাত্রে জয়ন্তী পাতার রস নিন। তাতে কিছুটা জল মেশান। ওই জলে মুক্তোটি চব্বিশ ঘণ্টা ডুবিয়ে রাখুন।
পান্নার আয়ুর্বেদিক শোধন পদ্ধতি :-
একটি কাঁচের পাত্রে কালো গোরুর কাঁচা দুধ নিন। পান্না ওই দুধে চব্বিশ ঘন্টা ডুবিয়ে রাখতে হবে।
চুনির আয়ুর্বেদিক শোধন পদ্ধতি :-
সেরামিক বা কাঁচের বাটিতে একটি গোটা পাতিলেবুর রস নিন। তাতে কিছুটা জল মেশান। ওই লেবুর রস মেশানো জলে চব্বিশ ঘণ্টা ডুবিয়ে রাখতে হবে।
রক্ত প্রবালের আয়ুর্বেদিক শোধন পদ্ধতি :-
কোনও ধাতুর পাত্রে ক্ষার মিশ্রিত জলে একদিন দিন ও এক রাত প্রবাল ডুবিয়ে রাখলে শোধিত হয়।