সঠিক সানস্ক্রিন না বাছলে সমূহ বিপদ



নিউজ অফবিট
ডিজিটাল ডেস্ক: এই গরমে ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন মাস্ট। বাইরে পা রাখলে সানস্ক্রিন অনেকেই ব্যবহার। কিন্তু আপনি কি জানেন কোন সানস্ক্রিন আপনার ত্বকের জন্য উপযুক্ত। ভুল সানস্ক্রিন ব্যবহার করলে উপকার তো পাবেনই না, উল্টে তা হতে পারে আপনার বিপদের কারণ। তাই সানস্ক্রিন কিনুন পুরোটা জেনে।
‌প্রথমেই বলে রাখা ভালো, সানস্ক্রিনের নূন্যতম এসপিএফ ৩০ হতেই হবে। ত্বক ফর্সা হলে এসপিএফ ৫০+ ব্যবহার করুন।
  • ১) ত্বকে ব্রণ ও ফুসকুড়ি সমস্যা থাকলে কোন রাসায়নিক যুক্ত বা সুগন্ধি সানস্ক্রিন ব্যবহার করবেন না।
  • ২) ত্বক খুব সেনসেটিভ প্যারাবেন বা অক্সিবেনজোন যুক্ত সানস্ক্রিন ব্যবহার করবেন না। টাইটেনিয়াম ডাইঅক্সাইড বা জিংকঅক্সাইড যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন।
  • ৩) ত্বক তৈলাক্ত হলে সানস্ক্রিন লোশন বা স্প্রে ব্যবহার করুন
  • ৪) শুষ্ক ত্বকের ক্ষেত্রে ময়শ্চারাইজিং সানস্ক্রিন ব্যবহার করা ভালো। এতে ত্বকের আদ্রতা বজায় থাকবে।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন