নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রত্নের জোরে ভাগ্যের চাকা ঘোরে। এ বিশ্বাস অনেকেরই। জ্যোতিষ মতে, সঠিক রত্ন ধারণ করতে পারলে জীবনে সুফল মিলবেই। তবে তার জন্য হতে হবে আসল রত্ন। কিন্তু আসল রত্ন চিনে নেওয়াই মুশকিল। অনেকেই হয়তো জ্যোতিষীর পরামর্শ মেনে মুক্ত, প্রবাল, চুনি, পান্না, পোখরাজ ধারণ করেছেন। কিন্তু আপনার আংটিতে বা বাজুতে যে রত্নটি রয়েছে সেটি আসল তো? চিনে নিন সহজেই।
১) চিনে নিন আসল মুক্তো- একটি মুক্তো নিয়ে কাঠের ওপর ফেলুন। যদি ধাতব শব্দ হয় তাহলে জানবেন মুক্তোটি আসল।
২) চিনে নিন আসল প্রবাল- কিছুটা তুলো নিন। এরপর ওর ভিতরে লাল প্রবাল রেখে রোদের মধ্যে রেখে দিন। 3-4 ঘণ্টা পর যদি দেখেন তুলোতে আগুন লেগে গিয়েছে, নিশ্চিন্তে থাকুন ওটি আসল প্রবাল। তবে আসল প্রবাল চেনার আরো একটি পদ্ধতি আছে। একটি কাঁচের গ্লাসে গরুর কাঁচা দুধ নিন। ওর মধ্যে প্রবালটি ফেলে 3-4 ঘণ্টা ঘরের মধ্যে রেখে দিন। দুধের রঙ লালচে হয়ে গেলে জানবেন প্রবালটি আসল।
৩) চিনে নিন আসল পান্না- একটি কাঁচের পাত্রে জল নিয়ে তার মধ্যে আসল পান্না ফেলে রাখলে সবুজ বর্ণের কিরণ দেখতে পাবেন। অথবা একটি ধবধবে সাদা কাপড় নিন। তার ওপর পান্না দেখে একটু উঁচুতে তুলে ধরুন। সাদা কাপড় সবুজ দেখালে নিশ্চিত ওটি আসল পান্না।
৪) চিনে নিন আসল চুনি- আপনার হাতের চুনি নিয়ে চোখের পাতার উপর রাখুন। শীতল ভাব অনুভব করলে জানবেন রত্নটি একেবারে আসল। এছাড়াও একটি কাঁচের গ্লাসে গরুর কাঁচা দুধ নিয়ে ওর মধ্যে চুনিটি ভিজিয়ে 3-4 ঘন্টা রেখে দিন। দুধ গোলাপী হয়ে গেলে সন্দেহের অবকাশ নেই ওটি আসল চুনি। আসল চুনি চেনার আরো একটি পদ্ধতি আছে। একটা রুপোর পাত্রে চুনিটি রেখে রোদের মধ্যে নিয়ে যান। পাত্রটি রক্তবর্ণ ধারণ করলে নিশ্চিত হন ওটি আসল চুনি।
৫) চিনে নিন আসল পীত পোখরাজ- আপনি যদি একটি সাদা কাপড়ে রত্নটি রেখে রোদের মধ্যে নিয়ে যান কিছুক্ষণ পর কাপড়ের ওপর একটি আভা দেখতে পাবেন। এছাড়াও কাঁচা দুধের মধ্যে রত্নটি একদিন ভিজিয়ে রাখুন। যদি এর উজ্জ্বলতা একটুও না কমে তাহলে নিশ্চিত হন রত্নটি একেবারে খাঁটি।
বলে রাখা ভালো যে কোন রত্ন ধারণের তিন মাস পর থেকে এর সুফল বুঝতে পারবেন। তবে অবশ্যই রত্ন ধারণের আগে উপযুক্ত পদ্ধতি মেনে শোধন করে নেবেন। কোন রত্ন কিভাবে শোধন করতে হয় তা জানতে চোখ রাখুন আমাদের ওয়েব পোর্টালে।