ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০১৯ কারা পেলেন

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ৬৪ তম (ভিমল এলাইচি) ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০১৯ ঘোষিত হল। কে কোন পুরস্কার পেলেন দেখে নিন 


যোগ্যতা পুরস্কার- 
শ্রেষ্ঠ চলচ্চিত্র (জনপ্রিয়): 'রাজি' 
শ্রেষ্ঠ পরিচালক: 'রাজি'র জন্য মেঘনা গুলজার
নাম ভূমিকায়  (পুরুষ) শ্রেষ্ঠ অভিনেতা: 'সঞ্জু' র জন্য রণবীর কাপুর
নাম ভূমিকায় (মহিলা) শ্রেষ্ঠ অভিনেত্রী: 'রাজি'র জন্য আলিয়া ভাট 
সহায়ক ভূমিকায় (পুরুষ) শ্রেষ্ঠ অভিনেতা: গাজরাজ রাও (বাদাই হো) এবং ভিকি কউশাল (সঞ্জু) 
সহায়ক ভূমিকায় (মহিলা) শ্রেষ্ঠ অভিনেত্রী: 'বধাই হো' জন্য সুরেখা শিখরি 
শ্রেষ্ঠ সঙ্গীত অ্যালবাম:  সঞ্জয় লীলা বনশালী (পদ্মাভাত) 
সেরা গীতিকার: ইয়ে বতন-এর জন্য গুলজার (রাজি) 
সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ): ইয়ে বতন-এর জন্য অরিজিৎ সিং (রাজি) 
সেরা প্লেব্যাক সিঙ্গার (মহিলা): ঘুমর-এর জন্য শ্রেয়া ঘোষাল, (পদ্মাবত)  

শ্রেষ্ঠ সংক্ষিপ্ত চলচ্চিত্র (পিপলস চয়েস): 'প্লাস মাইনাস'
শ্রেষ্ঠ শর্ট ফিল্ম (ফিকশন): 'রোগান জোশ'
বেস্ট শর্ট ফিল্ম (নন-ফিকশন): 'ফুটবল সিটি' 
শর্ট ফিল্মের জন্য সেরা অভিনেতা (পুরুষ): 'শামিলেস' এর জন্য হুসেন দালাল
শর্ট ফিল্মের জন্য সেরা অভিনেত্রী (মহিলা): 'মায়া' এর জন্য কীর্তি কুলহারি 

সমালোচক পুরস্কার- 
শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচক পুরস্কার: অন্ধধুন
সেরা অভিনেত্রী (মহিলা) সমালোচক পুরস্কার: নিনা গুপ্ত (বাদাই হো) 
সেরা অভিনেতা (পুরুষ) -এর সমালোচক পুরস্কার: রণভীর সিং (পদ্মাবত), আয়ুশমান খুর্রানা (অন্ধধুন)  

কারিগরী পুরস্কার- 
শ্রেষ্ঠ কাহিনী-মুলক-এর অনুভভ সিনহা
শ্রেষ্ঠ চিত্রনাট্যঃ শ্রীরাম রাঘবান, অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা শ্রুতি, যোগেশ চন্দেকার, হেমন্ত রাও (অন্ধধুন) 
শ্রেষ্ঠ সংলাপঃ 'বাদাই হো' এর জন্য অক্ষত ঘিলিয়াল
শ্রেষ্ঠ সম্পাদনাঃ 'বাদাই হো' এর জন্য পূজা লাধা শ্রুতি
শ্রেষ্ঠ আবহ সঙ্গীতঃ ড্যানিয়েল বি জর্জ (অন্ধধুন) 
শ্রেষ্ঠ মারপিঠ-বিক্রম দাহিয়া, সুনিল রদ্রিগেজ (মুককাবাজ)  
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনাঃ পদ্মাবত থেকে 'ঘুমার' এর জন্য ক্রুতি মহেশ মিদিয়া  এবং জ্যোতি ডি টামার
শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা: নিতিন জিহানী চৌধুরী, রামেশ যাদব (তুম্ব্বাড)  
শ্রেষ্ঠ চিত্রগ্রহণঃ পঙ্কজ কুমার (টুম্বাড) 
শ্রেষ্ঠ শব্দপরিকল্পানা: কুনাল শর্মা (টুম্বাড) 
সেরা ভিএফএক্স: 'জিরো'-এর জন্য রেড চিলি ভিএফএক্স
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনাঃ শিতল শর্মা (মন্টো)  


বিশেষ পুরস্কার- 
আজীবন সম্মাননাঃ শ্রীদেবী 
শ্রেষ্ঠ পরিচালক (অভিষেক): স্ত্রী' এর জন্য অমর কৌশিক 
শ্রেষ্ঠ অভিনেতা (অভিষেক) : সারা আলী খান (কেদারনাথ) 
শ্রেষ্ঠ অভিনেত্রী (অভিষেক) : ইশান খাত্তর (বিয়ন্ড দ্য ক্লাউডস) 
নতুন সঙ্গীত প্রতিভার জন্য আরডি বর্মণ পুরস্কারঃ নীলাদ্রি কুমার (লায়লা মজনু)  
৫০ বছরে চলচ্চিত্রে অসামান্য কৃতিত্বঃ হেমা মালিনী 



0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন