নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী টেনেছিলেন কান। খেলেন ভেংচি। মারতে গেল চড়। মুখ সরিয়ে নিলেন মোদীজি। তিনি ভারতের প্রধানমন্ত্রী। তাঁর ধারপাশে যাওয়ায় মুশকিল। এ হেন মোদী এরকম আচরণেও ‘ক্ষুব্ধ’ হলেন না। কারণ সে ছিল এক খুদে।
অবশ্য ঘটনাটি তিন দিন আগের। দিল্লির ইসকন মন্দিরে যাচ্ছিলেন নরেন্দ্র মোদী। আর যাওয়ার সময় মেট্রোতে চড়ে বসেন। প্রধানমন্ত্রীকে হাতের কাছে পেয়ে তাঁর সঙ্গে ছবি তোলার ভিড় জমে যায়। সেখানেই এক ব্যক্তি তাঁর সন্তানকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলছিলেন। এক মিষ্টি খুদেকে হাতের কাছে পেয়ে খুনসুটি করে একরত্তির কান ধরে টান মারেন প্রধানমন্ত্রী। মোদীর চোখেমুখে তখন নির্ভেজাল আনন্দ। শিশুটিও জিভ বের করে যেন প্রধানমন্ত্রীকে একটু ভেংচিও কেটে দেয়। হাত তুলে আলতো চড় মারতে যান। ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এই ভিডিও টুইট করেন। তাঁর কথায়, ‘‘এমন দৃশ্য দেখলে সারাদিন সার্থক।’’
নিচে ক্লিক করে দেখে নিন ভিডিওটি।
অবশ্য ঘটনাটি তিন দিন আগের। দিল্লির ইসকন মন্দিরে যাচ্ছিলেন নরেন্দ্র মোদী। আর যাওয়ার সময় মেট্রোতে চড়ে বসেন। প্রধানমন্ত্রীকে হাতের কাছে পেয়ে তাঁর সঙ্গে ছবি তোলার ভিড় জমে যায়। সেখানেই এক ব্যক্তি তাঁর সন্তানকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলছিলেন। এক মিষ্টি খুদেকে হাতের কাছে পেয়ে খুনসুটি করে একরত্তির কান ধরে টান মারেন প্রধানমন্ত্রী। মোদীর চোখেমুখে তখন নির্ভেজাল আনন্দ। শিশুটিও জিভ বের করে যেন প্রধানমন্ত্রীকে একটু ভেংচিও কেটে দেয়। হাত তুলে আলতো চড় মারতে যান। ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এই ভিডিও টুইট করেন। তাঁর কথায়, ‘‘এমন দৃশ্য দেখলে সারাদিন সার্থক।’’
নিচে ক্লিক করে দেখে নিন ভিডিওটি।
PM @narendramodi pulls a child’s ear in Delhi Metro, the young boy’s reaction will make your day. 😊😊 pic.twitter.com/fs4Zd4e86z
— Babul Supriyo (@SuPriyoBabul) February 28, 2019