ব্লাড ক্যান্সার রুখবে গম পাতার রস

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ব্লাড ক্যান্সারের চিকিৎসায় এক নতুন আশার আলো দেখছেন বিজ্ঞানীরা। এই দিশা দেখাচ্ছে কচি গম পাতার রস। দীর্ঘ গবেষণার পর ক্যান্সার বিশেষজ্ঞরা জানিয়েছেন, কচি গম পাতার রস শরীরে জমতে থাকা অতিরিক্ত লোহা বের করতে সক্ষম। ফলে ঘন ঘন রক্ত বদলের প্রয়োজন হবে না।
থ্যালাসেমিয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত হলে নিয়মিত রক্ত বদল করতে হয়। এক্ষেত্রে রোগীর রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে গিয়ে রক্ত উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। পাশাপাশি কিডনি, ফুসফুস অতিরিক্ত লোহার পরিমাণ বেড়ে যায়। আর এখানেই কাজ করে গম পাতার রস। প্রায় আটশো রোগীর ওপর পরীক্ষা করে দেখা গিয়েছে, গম পাতার রস ওই লোহাকে এই শরীর থেকে বের করে দেয়। ফলে বারবার রক্ত বদলের প্রয়োজনীয়তা কমে যায়।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন