ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া পদ্ধতি

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ব্ল্যাকহেডসের সমস্যায় নাজেহাল হন অনেকেই। নাকের দুপাশে, চিবুকে কালো ব্ল্যাকহেডস নিয়ে বিব্রত হতে হয়। তেল-ময়লা জমে ত্বকে ছিদ্র বন্ধ হয়ে গিয়ে ব্ল্যাকহেডস তৈরি হয়। আসলে এগুলি হচ্ছে মৃত কোষের সমষ্টি। এখানে রইল এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া ৩ পদ্ধতি।
  • পদ্ধতি ১: এক চামচ ডিমের সাদা অংশ নিন। তার সঙ্গে সমপরিমাণ মধু ভালো করে মেশন। মিশ্রণটি ব্ল্যাকহেডসের জায়গায় ভালো করে ঘষে ঘষে লাগেনি। এটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ভালো করে শুকিয়ে গেলে মৃদু গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
  • পদ্ধতি ২: একটি অ্যালোভেরা পাতা থেকে জ্যুসটা বের করে নিন। একটি টমেটোর খোসা ছাড়িয়ে বিজ বের করে ফেলুন। খোসা ছাড়ানো টমেটো ও অ্যালোভেরা জ্যুস ভালো করে মেশান। মিশ্রণটি রাতে শোয়ার আগে লাগিয়ে নিন। পরদিন সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
  • পদ্ধতি ৩: এক চামচ মধু, এক চামচ চিনি ও এক চামচ লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন। হালকা গরম জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিন। এরপর প্যাকটি ঘষে ঘষে লাগান। গত তিন ঘন্টা অপেক্ষা করুন। ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। 
উপরের যে কোন পদ্ধতি এক সপ্তাহ নিয়মিত করলে মুক্তি পাবেন। সেই সঙ্গে বাড়বে জেল্লা।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন