আরও সবুজ হয়েছে পৃথিবী, বলল নাসা



green environment, green nature, greening-of-earth


বিশ্বজুড়ে বাড়ছে উষ্ণায়ন। শিল্প যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ। আর এতেই শাপে বর হয়েছে গাছপালার। গ্রিনহাউস গ্যাসের অন্যতম কার্বন ডাই-অক্সাইড গাছের সালোকসংশ্লেষ-এর চালিকাশক্তি।  আর বাতাসে এই গ্যাস বেড়ে যাওয়ায় রান্নাবান্নায়  আসুবিধা হচ্ছে না গাছপালার। ফলে, তাড়াতাড়ি তারা আরও হৃষ্টপুষ্ট হয়ে উঠছে। বাড়ছে সবুজের পরিমাণও। এমনটাই প্রমাণিত নাসার গবেষণায়। 

এই গবেষণার খবর প্রকাশিত হয়েছে বিজ্ঞান বিষয়ক জার্নাল ‘নেচার-সাসটেইনেবিলিটি’-র সাম্প্রতিক সংখ্যায়। নাসা তাদের পাঠানো দু’টি উপগ্রহে রাখা বিশেষ যন্ত্র ‘মডারেট রেজোলিউশন ইমেজিং স্পেকট্রোরেডিওমিটার’ বা ‘মোডিস’-এর সাহায্যে এই গবেষণা চালিয়েছে। আর নাসার ওই গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকায়  ছিলেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী তথা বস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রঙ্গ রামা মায়নেনি। আরও খুশির খবর, এই সবুজ অভিযানের পথ দেখিয়েছে ভারত ও চিন। গত ২০ বছরে আরও সবুজ হয়ে উঠেছে এই দুই দেশ।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন