দিলবর গানে কোমর দুলিয়ে ভাইরাল যুবক



দিলবর দিলবর গানের সঙ্গে কোমর দুলিয়ে ভাইরাল হলেন এক যুবক। ভিডিওটি ফেসবুকে 'Tumi Oporupa - তুমি অপরুপা' পেজে পোস্ট করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি পোস্টের পর ভিডিওটি দশ হাজারেরও বেশি বার দেখা হয়েছে এবং একশোর বেশি শেয়ার হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক কোনও বিয়েবাড়ি বা কোনও অনুষ্ঠান বাড়ির মঞ্চে দিলবর দিলবর গানের সঙ্গে নাচছেন। তাকে উৎসাহ দিচ্ছেন উপস্থিত অতিথিরা। যুবকের পোশাক দেখে মনে হচ্ছে তিনি অনুষ্ঠান বাড়ির ক্যাটারিং দলের কোনও সদস্য। যদিও যুবকের সঠিক পেশা ও পরিচয় জানা যায়নি।


নিচে ক্লিক করে ভিডিওটি দেখুন-

Heavy Ho Gya 🤣😂

Posted by Tumi Oporupa - তুমি অপরুপা on Tuesday, February 19, 2019

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন