গ্যাস সিলিন্ডারে এই কোড কেন লেখা থাকে, না জানলে বিপদে পড়তে পারেন


cylinder, gas, meaning, numbering
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ এমন অনেক ছোটখাট জিনিস আছে যেদিকে আমরা সব সময় নজর দিই না। আর এই নজর না দেওয়ার কারণে অনেক সময় বড়সড় বিপদের মুখে পড়তে হয়। বাড়িতে তো গ্যাস সিলিন্ডার সবাই ব্যবহার করেন। কিন্তু খেয়াল করে দেখেছেন কি এই সিলিন্ডারের মাথার দিকে একটা কোড লেখা থাকে? দেখবেন এই কোড নম্বরগুলি শুরু হয়  A, B, C  অথবা D  দিয়ে। এরপর দুই অঙ্কের একটা সংখ্যা লেখা থাকে। আপনি কি জানেন এই কোডের মানে কি? 
আসলে এগুলি হচ্ছে সিলিন্ডারের এক্সপায়ারি ডেট।  A, B, C, D এর মাধ্যমে মাস বোঝানো হয়। A মানে জানুয়ারি থেকে মার্চ, B মানে এপ্রিল থেকে জুন, C মানে জুলাই থেকে সেপ্টেম্বর আর D মানে অক্টোবর থেকে ডিসেম্বর। এরপর দুই অঙ্কের সংখ্যা দিয়ে বছর বোঝানো হয়। অর্থাৎ কোনও সিলিন্ডারে যদি A-20 লেখা থাকে, তার মানে সিলিন্ডারের এক্সপায়ারি ডেট ২০২০ সালের জানুয়ারি থেকে মার্চ-এর মধ্যে। তাই এরপর যদি ওই সিলিন্ডারটি আপনি ব্যবহার করেন তাহলে যে কোনও সময় সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটতে পারে। তাই দুর্ঘটনা এড়াতে সবসময় সিলিন্ডারের এক্সপায়ারি ডেট দেখে নেবেন। 

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন