তরুণীর চোখে ৫০০ গর্ত, কারণ শুনলে আঁতকে উঠবেন


নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ চোখে কয়েকদিন ধরেই ব্যথা অনুভব করছিলেন। কয়েকদিন পর চোখে আর দেখতেই পাচ্ছিলেন না। শুরু হয় রক্তপাত। তাই বাধ্য হয়ে ডাক্তারের কাছে ছোটেন তাইওয়ানের এক যুবতী। তাঁর চোখ পরীক্ষা করার পর চোখ কপালে ওঠে ডাক্তারের। দেখা যায় তাঁর চোখে ৫০০-র বেশি গর্ত। ২৫ বছর বয়সী ওই তরুণীর নাম চেন। 

কিন্তু কীভাবে এটা সম্ভব? কারণ খুঁজতে গিয়ে জানা যায় এর জন্য দায়ী চেনের মোবাইল ফোন। দুই বছর ধরে চেন তাঁর স্মার্টফোনটি সর্বাধিক উজ্জ্বলতা (ফুল ব্রাইটনেস) মোডে রেখে ব্যবহার করতেন। রাতের অন্ধকারে ফোনে ভিডিও দেখার সময় বা চ্যাট করার সময়ও থাকতো সর্বোচ্চ উজ্জ্বলতা। সে তার বিছানাতে কভারের নিচে ফোন ব্যাবহার করলেও উজ্জ্বলতা কমাতেন না। আর এতেই তরুণীর চোখের কর্নিয়া এরকম ক্ষতিগ্রস্থ হয়েছে। 
(খবর ও ছবি সৌজন্যে 'মিরর')  

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন