নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ যোগ্য জবাব। ১২টি মিরাজ- ২০০০ যুদ্ধবিমান দিয়ে পুলওয়ামা হামলার প্রত্যাঘাত করেছে ভারতীয় বায়ুসেনা। বালাকোট, চাকোটি এবং মুজফ্রাবাদে জইশ-ই-মহম্মদের তিনটি লঞ্চপ্যাড ধ্বংস করে ভারতীয় বিমানবাহিনী গুঁড়িয়ে দেওয়া হয় জইশের কন্ট্রোল রুম আলফা-৩।
ভারতীয় বায়ুসেনার এই প্রত্যাঘাতকে এক যোগে অভিনন্দন জানালো দেশের প্রায় সব রাজনৈতিক দল। সেই সঙ্গে এই কাজকে কুর্নিশ জানাচ্ছেন আপামোর ভারতবাসী। একের পর এক শুভেচ্ছাবার্তায় উত্তাল সোশ্যাল মিডিয়া।
বলিউড থেকে টলিউড- একের পর এক টুইট। কে কী বললেন দেখে নিন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রত্যাঘাত নিয়ে ট্যুইট করে ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘‘আইএফএ মানে ইন্ডিয়ান অ্যামেজিং ফাইটার, জয় হিন্দ।’’
মঙ্গলবার সকালেই ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানিয়ে টুইট করেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি জানান, ‘‘আমি ভারতীয় বায়ুসেনাকে স্যালুট জানাই।’’
আখিলেশ যাদব থেকে মায়াবতী— অভিযানের খবর প্রকাশ্যে আসা মাত্রই, বায়ুসেনাকে অভিনন্দন জানান দেশের হেভিওয়েট নেতা-নেত্রীরা।
বায়ুসেনার ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন অভিনেতারা।
ঘটনার পরেই অক্ষয় কুমার টুইট করলেন, ‘ভেতরে ঢুকে গিয়ে মারো’
অভিনেতা রীতেশ দেশমুখ বলেন, 'আমি গর্বিত আমি ভারতীয়। ভারত মাতা কি! জয়।'