নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: তাদের ঘর পুড়েছে। ঘাঁটি ভেঙেছে। অপরাধের উপযুক্ত জবাব পেয়ে কুখ্যাতি জুটেছে। আবার দিনের শেষে প্রমাণ হলো তারাই মিথ্যেবাদী।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী পারভেজ খাট্টকের জানান, ভারতীয় বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার জন্য পাকিস্তানের বাহিনী তৈরি ছিল, কিন্তু ঘন অন্ধকারের জন্য কিছুই করে ওঠা যায় নি।
পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানিয়েছেন, মঙ্গলবার ভারতীয় বায়ুসেনা অবৈধভাবে পাকিস্তানে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার জন্য রাষ্ট্রসঙ্ঘের দ্বারস্থ হতে চলেছে পাকিস্তান।
অবশ্য এই বিমান হামলার খবর প্রকাশ্যে আসতে পাকিস্তানের বিদেশ মন্ত্রী জানান, কোন হামলা হয়নি। বাধার মুখে পড়ে ভারতীয় বিমান ফিরে গিয়েছে। ক্ষয়ক্ষতির কোন প্রশ্নই ওঠে না।
প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, 'যখন খুশি যেখানে খুশি আমরাও পাল্টা জবাব দেবো।' তিনি তড়িঘড়ি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকেন। বৈঠক শেষে আবার বলেন, 'পাকিস্তানের নাগরিক ও সেনাদের বলছি সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকুন।'
অবশ্য দিনের শেষে জইস প্রধান মাসুদ আজাহার জানিয়েছে, তাদের সংগঠনের ওপর বড়সড় আঘাত হেনেছে ভারতীয় বায়ুসেনা।