নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ নিজের ইকো-পর্যটন গেস্টহাউসে বিশালাকার বাঁধাকপি ফলিয়ে রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান এক দম্পতি। তাঁরা হলেন জ্যাকস মার্শের বাসিন্দা রোজেমারি নরউড ও তাঁর স্বামী সিয়ান ক্যাডম্যান। প্রায় নয় মাস ধরে কীটপতঙ্গ দূরে রেখে এক মানুষ সমান এই সবজি ফলিয়েছেন তাঁরা।
এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে রোজেমারি নরউড জানান, সব সময় সহজে এমন সাফল্য আসে না। এই সাফল্যের পেছেনে রয়েছে ভালো আবহাওয়া ও পরিমাণ মতো বৃষ্টিপাত। আর এই বাঁধাকপিটি যাতে নিজের ইচ্ছামতো বেশি জায়গা জুড়ে বাড়তে পারে তার জন্য জমির আশেপাশে অনেকখানি জায়গা দিয়েছিলেন।
(ছবি সৌজন্যে Forest Walks Lodge ফেসবুক পেজ)